Saturday, May 7, 2016

ভালোবাসার চাদরে মায়ের মুখ


ভালোবাসা কথাটি শুনলে হৃদয়ের মাঝে সুখের দোলা দিয়ে যায় অবচেতন মনে। অনাবিল সুখের অন্য নাম ভালোবাসা। ব্যক্তিভেদে ভালোবাসার দৃষ্টিভঙ্গি আলাদা এর প্রকাশও হয় ভিন্নরূপ। সুন্দর এই পৃথিবী একমাত্র টিকে আছে ভালোবাসা আছে বলে। ভালোবাসা এমনই এক শক্তি যা কখনও ধ্বংস হয় না। স্থান, কাল, পাত্র ভেদে শুধু রূপ বদলায়। টাকার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না। হৃদয়ের গহীন থেকে ভালোবাসা আসে নিঃশর্তভাবে আপনা-আপনি।

মমতায় জড়ানো ভালোবাসার স্বপ্নচোখে শুরুতে মায়ের হাসিমাখা মুখখানি ভেসে ওঠে আমার স্বপ্নীল আকাশে। বাস্তবতার ব্যস্ততায় জীবনের অবসর সময়টুকু যাকে ভেবে ভেবে কাটে আমার। মায়ের ভাবনায় সে ফুটে উঠে এই ছেলেটাকে নিয়ে অনেক বেশি উদ্বেগ, ৎকণ্ঠা সর্বদা। যদিও বা তিনি তা বলেন না। কখন মায়ের সাজানো স্বপ্লীল বাগিচায় আদরের ছেলেটি পা রাখবে। তার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।

ছোট বেলাতে বাবাকে হারিয়েছি। তাই জানা হয়নি বাবার স্নেহ-মমতা-ভালোবাসা কেমন হয়। যা আমাকে কখনও বুঝতে দেয়নি সেই শূন্যতাটুকু। একটু চোখের আড়াল হলে যা আমার মন অস্থির হয়ে যায়। প্রতিটি মুহূর্তে এত যতœ এত ভালোবাসা পেয়ে সত্যি আমি অভিভূত। শত সমস্যার মাঝেও মায়ের মুখের এক চিলতে হাসি আমাকে দেয় পরম শান্তি। কষ্টের জমাট কালো মেঘগুলো দূর হয়ে যায় মায়ের মমতা মাখানো উষ্ণ ভালোবাসার ছোঁয়ায়। সত্যি মায়ের আছে অসীম ক্ষমতা যা আর কারো পক্ষে সম্ভব নয়।
মাঝে মাঝে নিজের অজান্তে ভুল করে বসি। মায়ের কথা রাখতে পারি না, যা আমার উপর অভিমান করে বসে থাকে। তখন নিজেকে খুব ছোট মনে হয়। অনুশোচনায় ভুগি কেন এমনটি করলাম। পরক্ষণে দেখি সব ভুলে ভালোবাসার চাদরে তার বুকে আমাকে জড়িয়ে নেয়। এই তো যা যার ভালোবাসায় কোনো কৃত্রিমতা থাকে না।

আমার প্রতিটি স্বপ্ন মাকে নিয়ে। আগামীর পথচলায় মায়ের প্রেরণা খুঁজে পায় সবসময়। মায়ের ভালোবাসা সর্বদা আমাকে পথ চলতে সহায়তা করে। মায়ের ছোট ছোট অপূর্ণ স্বপ্নগুলো সদা আমাকে তাড়না দেয়। কোনো কারণে মায়ের মুখের চোখের জল আসলে আমি ভীষণ কষ্ট পাই। আমার পৃথিবী শুধু মাকে আবর্তিত করে। মায়ের মুখে অনন্ত সুখের হাসি ফোটানো, তার বুকে জমা হয়ে থাকা কষ্টের নুড়ি পাথরগুলো পরিষ্কার করে পৃথিবীর সেরা সুখী মা হিসেবে দেখাটায় আমার একমাত্র স্বপ্ন।
জগতের সবমাএমন। সাগরের জোয়ারের মতো প্লাবিত করে ভাসিয়ে নিয়ে যায় সুখের স্বর্গ রাজ্যে প্রতিনিয়ত প্রত্যেক মা তার সন্তানকে।


www.shaptahik.com